BD Prime News
ঢাকাSaturday , 18 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

রায়েরবাজার কবরস্থানকে ঘিরে ভয়ংকর কিশোর গ্যাং চক্র

BDPrime News
পিএন ডেষ্কঃ
February 18, 2023 6:56 pm
Link Copied!

রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাইয়ের আখড়ায় পরিণত করেছে। মাদক সেবন, অস্ত্র লুকিয়ে রাখার নিরাপদ স্থান এবং অপরাধের অভয়ারণ্য হিসাবে কবরস্থানকে কিশোর গ্যাংয়ের পাঁচটি গ্রুপ ব্যবহার করছে।

কবর জিয়ারত করতে অথবা ঘুরতে আসা ব্যক্তিদের টার্গেট করে গ্যাংয়ের সদস্যরা অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার অভাবে এখানে সম্প্রতি ছিনতাই কয়েকগুণ বেড়ে গেছে। আনসার সদস্যরা মাঝে মাঝে প্রতিরোধের চেষ্টা করেও কিছুই করতে পারছেন না। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর চড়াও হচ্ছে। মঙ্গলবার ছিনতাইয়ে বাধা পেয়ে তারা আনসার সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনার পর থেকে আনসার সদস্যরা আতঙ্কে আছেন

রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দায়িত্বরত আনসার সদস্য বেলাল মিয়া (এপিসি) জানান, এ কবরস্থানের ভেতর দু-একদিন পরপর ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ বিশাল কবরস্থানের নিরাপত্তায় মাত্র ১২ জন আনসার সদস্য রয়েছেন। অন্যদিকে পাঁচটি কিশোর গ্যাংয়ের সদস্যদের সংখ্যা ১০০-১৫০। কয়েকটি দলে ভাগ হয়ে তারা কবরস্থানের ভেতরে ওতপেতে থাকে। আবার কেউ কেউ খেলাধুলা করে। কবরস্থানে দর্শনার্থী অথবা কবর জিয়ারতকারী প্রবেশ করা মাত্র গ্যাংয়ের সদস্যরা (ছিনতাইকারী) সক্রিয় হয়ে ওঠে। এক পর্যায়ে অস্ত্র দেখিয়ে ছিনতাইকারীরা তাদের সর্বস্ব কেড়ে নেয়। রায়েরবাজার বোর্ডঘাট, ১৬ নম্বর ব্লক এবং কবরস্থানের পেছনের জায়গা দিয়ে ছিনতাইকারীরা কবরস্থানে প্রবেশ করে। অনেক স্থানে ভেঙেপড়া গ্রিল দিয়ে ও দেওয়াল টপকে তারা প্রবেশ করে।

কবরস্থানের ৮, ৯, ১০ ও ১৬ নম্বর ব্লকের ব্রিজের ওপর সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশেষ করে ১৬ নম্বর ব্লকের পাশে খালি জায়গায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র লুকিয়ে রাখে। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান লাউতলা, শাহজালাল হাউজিং, স্বপ্নধারা হাউজিং, রায়েরবাজার বোর্ডঘাট এলাকায় পাঁচটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সক্রিয়। সবচেয়ে সক্রিয় পাটালি গ্রুপ। মাগুর হাসান ওরফে মাগুরের নেতৃত্বে এ গ্রুপের ৫০-৬০ জন মাদক বিক্রি ও ছিনতাইয়ে জড়িত। এছাড়া নিরাপত্তা বাহিনীর হাতে আটক পাটালি গ্রুপের সদস্যদের ছাড়িয়ে আনার দায়িত্বে কাজ করে সজিব, সাব্বির ও পেটকা তুহিন। এ গ্রুপের সদস্যরা কবরস্থানের ১ নম্বর গেট থেকে রায়েরবাজার বোর্ডঘাট, বটতলা ও ধানমন্ডি-২৭ এলাকায় চুরি, ছিনতাই ও মাদক বিক্রি করে। পাটালি গ্রুপের সদস্য ফালান জেলহাজতে রয়েছে। এছাড়া কবরস্থানে মানিক ওরফে চাঁন মানিকের নেতৃত্বে চাঁন গ্রুপ ছিনতাইয়ে জড়িত। এ গ্রুপে শারুখ, আরমান, কালু সাগর, শুভ, মামুন, রফিক, মাসুদ, নাজমুলসহ ৪০-৫০ জন রয়েছে। এ দুটি বড় গ্রুপ ছাড়াও বাদশা ওরফে রাজা বাদশার নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপে রাজু, লিটন, আসলাম, জাকিরসহ ৮-১০ জন রয়েছে। এ গ্রুপের সদস্যরা শাহজালাল হাউজিংয়ের পাশ দিয়ে কবরস্থানে প্রবেশ করে। সুড়ঙ্গ তৈরি করে এবং দেওয়াল ভেঙে লাউতলা ও স্বপ্নধারা হাউজিং এলাকা দিয়ে প্রবেশ করে আরেক গ্রুপের সদস্যরা। স্বপ্নধারা হাউজিংয়ের পাথর গলি দিয়ে কবরস্থানে প্রবেশ করে সাগর খান অপুর নেতৃত্বে আলভি ফাহিম, বিল্লাল, দাঁতভাঙা সাগরসহ ১০-১২ জন। স্থানীয়রা জানান, কবর জিয়ারত অথবা কবরস্থান দেখতে আসা ব্যক্তিরা কেউ নিরাপদ নন। প্রতিদিন কেউ না কেউ ছিনতাই ও কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হন। আহত ও সবকিছু হারাচ্ছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কখনো কবরস্থানে অভিযান চালানো হয় না। অথচ পাশেই র‌্যাব কার্যালয়।

এ বিষয়ে র‌্যাব-২ এর কমান্ডিং অফিসার (সিও) আনোয়ার হোসেন খান জানান, কবরস্থানে অস্ত্র রাখার সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিষয়টি নিয়ে সব ইউনিট কাজ করছে। আশা করছি-খুব শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।

তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d