BD Prime News
ঢাকাWednesday , 15 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

মিরপুরে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার-চাপাতি-ছুরি উদ্ধার,গ্রেপ্তার-৩

Link Copied!

রাজধানীর মিরপুর মডেল থানার চিড়িয়াখানার রোডের সামনে থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চাপাতি, ছুরি ও চশমা উদ্ধার করা হয়।

বুধবার(১৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো: মফিজুল ইসলাম ওরফে সোহেল ওরফে মামা (৪৪), মোহাম্মদ আলী (৩৮) এবং ড্রাইভার মো: হান্নান মিয়া ওরফে হানিফ (২৮)। 

ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসীন।তিনি বিডি প্রাইম নিউজকে বলেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল মিরপুর-১ রাইনখোলা চিড়িয়াখানা রোডের ইসরা দিয়া কাচ্চি হাউজের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি কালে তালিকাভুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পরে গাড়ি তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুইটি ছুরি, একটি লাঠি, দুইটি ফিতা, একটি সানগ্লাস জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এই চক্রটি ভোর ৬ টা থেকে ঢাকা জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এরপর ভাড়ায় যাবে বলে যাত্রী উঠায়।যাত্রী উঠার সাথে সাথেই দুইপাশ থেকে আরও দুইজন এসে উঠে। তারা প্রথমেই সেখানে ফিতা দিয়ে তার হাত বেঁধে ফেলে এবং চোখে চশমা পরিয়ে দেয়। এরপর সাথে থাকা সব টাকা হাতিয়ে নেয়। পরে সেই লাঠি দিয়ে পায়ে মারতে থাকে এবং মোবাইলে বাসা থেকে টাকা আনতে বলে। এতে কেউ অস্বীকার করলে তখন চাপাতি ও ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ২ টি,মোহাম্মদ আলীর বিরুদ্ধে তিনটি এবং হানিফের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০১৩ সাল থেকেই তারা এই কাজ করে। এর আগে আরও একবার জেলে গিয়ে প্রায় এক বছর জেল খেটে মাত্র দুই মাস আগে মুক্তি পেয়ে ফের এই কাজে নামে। এই কাজের জন্যই মাসে ৩০ হাজার টাকায় প্রাইভেট কার ভাড়া নেয় তারা।

এসএএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d