BD Prime News
ঢাকাTuesday , 14 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

২৬ ফেব্রুয়ারী পর্যন্ত পিএসএলে খেলার অনুমিত পেলো সাকিব

BDPrime News
নিউজ ডেস্ক
February 14, 2023 8:40 am
Link Copied!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব আল হাসান। সোমবারই পিএসএল খেলতে পাকিস্তান উড়াল দিয়েছেন বাংলাদেশের শীর্ষ তারকা। বিপিএলে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিদায়ের পর সোজা করাচির পথ ধরেন সাকিব। 

পেশোয়ার জানায়, পিএসএলে সাকিবের সঙ্গে তাদের পাঁচ ম্যাচের চুক্তি হয়েছে। বিসিবিও সেই অনুযায়ী তাকে অনাপত্তিপত্র দিয়ে রেখেছে।  করাচি, মুলতান, লাহোরের তিন মাঠে পাঁচ ম্যাচ খেলে দেশে ফিরবেন সাকিব। এরপরই শুরু হয়ে যাবে তার ইংল্যান্ড সিরিজের ব্যস্ততা।

সেই অনুযায়ীই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পিএসএলে সাকিবের পাঁচ ম্যাচের সময়সূচি :

১. ১৪ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি- করাচি কিংস রাত সাড়ে ৮টা। ২. ১৭ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-মুলতান সুলতান্স    রাত সাড়ে ৮টা। ৩. ২০ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-মুলতান সুলতান্স রাত সাড়ে ৮টা। ৪. ২৩ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেড রাত সাড়ে ৮টা। ৫. ২৬ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি- লাহোর কালান্দার্স রাত সাড়ে ৮টা। 

পিএসএলের নিলামে অবশ্য এবার সাকিবকে কেউ দলে নেয়নি। তবে শেষ পর্যন্ত তাকে পেশোয়ার জালমি কিনে নিয়েছে সরাসরি চুক্তিতে। বাবর আজমকে অধিনায়ক করে গড়া দলটিতে ভানুকা রাজাপাকসে, জিমি নিশাম, মুজিব-উর-রহমান, রভম্যান পাওয়েল এবং ওয়াহাব রিয়াজের মতো তারকারা রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d