ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত শাহ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক। তিনি বিডি প্রাইম নিউজবলেন,নিপাহ ভাইরাসে আক্রান্ত যুবক রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় ওসেকে মারা যায়। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি )তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
মৃতের ভগ্নিপতি রাসেল মিয়া বিডি প্রাইম নিউজ ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার( ৯ ফেব্রুয়ারি) হঠাৎ শরীরে জ্বর অনুভব করে। এরপর ফার্মেসি থেকে ঔষধ কিনে সেবন করানো হয়। পরদিন (১০ ফেব্রুয়ারি) জ্বর আরও বেড়ে যায় এবং সে মাথা ঘুরে পড়ে যায়।পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওইদিন রাতেই তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে আজ রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরও বলেন,তার বাড়ি নরসিংদী থানার রায়পুরা এলাকায়।সেওই এলাকার জালাল হোসেনের ছেলে ছিল।
এসএএ