BD Prime News
ঢাকাMonday , 13 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ব্যবসায়ী

Link Copied!

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কিছু খোয়া গেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার স্বজনরা বলছেন, ব্যবসায়িক কারণে তার কাছে কয়েক লাখ টাকা সবসময় থাকে। টাকা বহনের সেই ব্যাগ পাওয়া যায়নি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তার সহযাত্রীরা তাকে বাস থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করান।

উদ্ধারকারীদের একজন বাসযাত্রী মো. পাভেল জানিয়েছেন, মিরপুর থেকে গুলিস্তানমুখী তানজিল পরিবহনের একটি বাসে এক যাত্রী কারওয়ান বাজার এলাকায় চলন্ত বাসে অজ্ঞান হয়ে পড়েছিলেন। বিষয়টি অন্যান্য যাত্রীরা বুঝতে পেরে জাতীয় সেবা নম্বর ‘৯৯৯’ এ কল করে। পরে তাকে শাহবাগে নামিয়ে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরে তাকে অচেতন অবস্থায় বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ওই যাত্রীর কাছে থাকা মোবাইল থেকে নম্বর নিয়ে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার নাম- ঠিকানা জানা যায়। আর খবর পেয়ে যাত্রাবাড়ী থেকে ওই যাত্রীর সম্পর্কে মামা ওহাব মিয়া হাসপাতালে আসেন।

পরে ওহাব জানিয়েছেন, মো. ইকবাল হোসেন বগুড়ার সদর উপজেলার বাউন পাড়ার বাসিন্দা। তিনি বগুড়ায় একজন পোল্ট্রি ব্যবসায়ী। রাজধানীর বিভিন্ন বাজারে মুরগি সাপ্লাই দিয়ে থাকেন।

ওহাব মিয়া বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, তিনি ঢাকায় এসে মিরপুরে তার ভাগনে শাওনের বাসায় ওঠেন। সেখান থেকে মাতুয়াইলে স্বজনদের কাছে যাওয়ার জন্য রওনা হন ইকবাল। পরে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

তিনি আরও বলেন, ইকবাল ঢাকায় আসলে ব্যবসায়িক কাজে তার কাছে প্রায় সবসময়ই ৪ থেকে ৫ লাখ টাকা থাকে। তবে আজ কত টাকা ছিল, তা জানতে পারিনি। তার কাছ থাকা ব্যাগটিও পাওয়া যায়নি, সবই খোয়া গেছে। তার জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা ও টাকা খোয়ার পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

%d bloggers like this: