BD Prime News
ঢাকাSunday , 12 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে বিশৃঙ্খলাকারী, সমাজ ক্ষতিগ্রস্তকারী এবং উন্নয়নকে ব্যাহতকারীদের ছাড় দেবে না। আমরা বিশৃঙ্খলা হানাহানি মারামারি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যাহত করবে। আওয়ামী লীগ সরকার তাদের কোনোমতেই ছাড় দেবে না। এ বিষয়ে আপনারা (নেতাকর্মী) নিশ্চিন্ত থাকবেন।

রোববার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্নেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে, আনন্দ পায় এবং জাতিকে অনুপ্রাণিত করে। কারণ মেসির নামের সঙ্গে ম্যারাডোনার নাম চলে আসে এবং মেসি ও ম্যারাডোনার কারণে আর্জেন্টিনাকে আমরা চিনি। সে কারণে একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল হতে পারে। একটি দেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সেজন্য আমরাও চাই মেসির মতো খেলোয়াড় আমাদের দেশে হোক এবং দেশের নাম উজ্জ্বল করুক।

খেলাধুলার উন্নয়নের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চায়, আমরা খেলাধুলায় ভালো করি। সেজন্য অনেকগুলো স্টেডিয়াম তৈরি করেছে এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়ামের ঘোষণাও দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটির নির্মাণ কাজ হয়ে গেছে। বাকিগুলোর নির্মাণ কাজ চলমান আছে।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d