BD Prime News
ঢাকাSunday , 12 February 2023
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আইন আদালত
 4. আন্তর্জাতিক
 5. ইসলাম
 6. খেলা
 7. জাতীয়
 8. বাণিজ্য
 9. বাংলাদেশ
 10. বিনোদন
 11. বিশেষ সংবাদ
 12. রাজনীতি
 13. শিক্ষা
 14. সারাদেশ
 15. স্বাস্থ্য

পেছনের দিকে চলমান ট্রাকের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের

Link Copied!

বান্দরবানের কালাঘাটার ফ‌া‌ন‌ছিঘোনায় ট্রাকের চাপায় মা ও মে‌য়ে নিহত হ‌য়ে‌ছেন। রবিবার (১২‌ফেব্রুয়ারী) বিকালে কালাঘাটার ফান‌ছিঘোনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমেনা বেগম (৩৩) ও তার চার বছরের প্রতিবন্ধী মে‌য়ে। তারা ফ‌ান‌ছি ঘোনার এক‌টি ভাড়া বাসায় থাকতেন। আমেনা বেগম স্থানীয় এক‌টি মাদ্রাসায় রাঁধুনির কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড কালাঘাটার ফান‌ছি‌ঘোনা‌তে এক‌টি ট্রাক পার্কিং করার জন্য পেছনের দি‌কে যায়। এ সময় পেছনে থাকা মা ও মেয়েকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন।

বান্দরবান সদর থানার ওসি শ‌হিদুল ইসলাম জানান, ট্রাক চাপায় মা ও মে‌য়ে নিহত হ‌য়ে‌ছেন। ট্রাক‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। নিহতের স্বামীকে খবর দেওয়া হ‌য়ে‌ছে। তিনি আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d