ঢামেক প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানার নামাপাড়া এলাকায় ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে সালমান আদিব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার সময় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সালমান হাবিবের বাবা রুহুল বিডি প্রাইম নিউজ ডটকমকে বলেন, দুপুরে আমার ছেলে সাততলা ভবনের উপর ঘুড়ি উড়াতে যায়। পরে অসাবধানতাবশত সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন
তিনি আরো বলেন, আমরা খিলক্ষেত থানার বোডঘাট নামাপাড়া চানাচুর ফ্যাক্টরি গলির শরীফ চৌধুরী বাসায় ভাড়া থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিডি প্রাইম নিউজ ডটকমকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানাকে জানিয়েছি।
এসএএ