ঢামেক প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইকবাল (৫১) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১০ ফেব্রুয়ারি) সকালে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ইকবালকে উদ্ধার করে নিয়ে আসা কারারক্ষী মোঃ শাকিল জানান,নিহত ব্যক্তি কেন্দ্রীয় কারাগারে সাজা প্রাপ্ত কারাবন্দি ছিলেন।ভোরের দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সে কি মামলায় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়ে এখনো কিছু বলতে পারছি না।হতের হাজতি নম্বর
১৭১৯/এ।বাবা আব্দুল হান্নান।নিহতের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো জানা যায়নি কারা কর্তৃপক্ষ বিস্তারিত জানাবেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিডি প্রাইম নিউজ ডটকমবলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
এসএএ