ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি মো. মামুন খানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার আসামি মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের দায় স্বীকার করেছে। ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয় নড়াইল জেলার নড়াগাতী থানায়। মামলায় গ্রেফতার হয়ে সে জামিনে মুক্তি পায়। আদালতে হাজিরা না দেওয়ায় গ্রেফতারি আদেশ হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকে।