BD Prime News
ঢাকাSunday , 3 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

ঢাকা মেডিকেল থেকে চুরি হওয়া নবজাতক কামরাঙ্গীরচর থেকে উদ্ধার

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হওয়া নবজাতক আব্দুল্লাহকে কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর )রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ১০৬ নাম্বার ওয়ার্ড থেকে একজন নারী বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায়। পরে সিসিটিভি ও তথ্য প্রযুক্তিরক্ষ সহায়তায় কামরাঙ্গীরচর থেকে রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করা হয়। নবজাতকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনে আওতায় আনা হবে বলে জানান তিনি।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়টি তিনি নিশ্চিত করে কিছু বলেননি।

উল্লেখ্য, বাচ্চা চুরির ঘটনায় গত (৩১ আগস্ট) বৃহস্পতিবার শিশুটির বাবা হিরণ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা(মামলা নং-০২) দায়ের করেন।

গত ২৬ আগস্ট রাজধানীর মিরপুর রূপনগরের বাসা থেকে শাহিনাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে ছেলেসন্তানের জন্ম দেন তিনি। ৩১ আগস্ট দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত শাহিনার পাশ থেকে চুরি হয় তার তিন দিন বয়সী সন্তান আব্দুল্লাহ।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d