রাজধানীর পল্টনে বাসা ভাড়ার টাকা দিতে এসে ৪২ বছর বয়সী এক নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সিরাজগঞ্জ জেলা মহিলা লীগের সভাপতি বলে জানা গেছে।
বৃহস্পতিবার(৩ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জেমি পারভিনের ছেলে রাফি হোসেন শুভ জানান, আমরা ধানমন্ডি ৬/এ বাসা নং-৪৭ ভাড়া থাকি। আমার মা জেমি পারভীন সিরাজগঞ্জ জেলার মহিলা লীগের সভাপতি। আজ বিকেল চারটার দিকে ধানমন্ডি বাসার ভাড়া দেওয়ার জন্য আমার মা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৮ নং গেটের পাশে আরিফ গ্রুপ নামে একটি ভবনের সপ্তম তলায় যান। সেখানে ওই বিল্ডিংয়ের ম্যানেজার আমার মাকে চা নাস্তা পান করালে সে অচেতন হয়ে পড়ে। পরে তারা আমার মাকে বাথরুমে নিয়ে গিয়ে গোপনাঙ্গে ভারী বস্তু দিয়ে আঘাত করে কোন কিছু প্রবেশ করায়। এরপর আমার মাকে শিক্ষা ভবনের সামনের রাস্তায় অচেতন অবস্থায় তারা ফেলে চলে যায়।পরে সন্ধ্যার দিকে পথচারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রী নুসরাত জাহান সুমি আমার মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে রিকশাচালক মুক্তার হোসেনকে সাথে নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন।এরপর তাকে রিকশাচালক মুক্তার হোসেন ভর্তি করান। আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি। পরে মায়ের কিছুটা জ্ঞান ফিরলে সে এসব কথা আমাদের জানায়।
তিনি আরো বলেন, বিষয়টি চিকিৎসককে জানালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমার মাকে ২১২ নং ওয়ার্ডে রেফার্ড করেন। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা আমার মায়ের গোপনাঙ্গ ওয়াশ করে দুটি রাজনৈতিক ছবি বের করে আনে। বর্তমানে আমার মা আশঙ্কা জনক অবস্থায় মেডিসিন ভবনের ৭০২ নং ওয়ার্ডে ভর্তি রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা সবাই মনে করেছিলাম সেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েছেন। তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তখন তার গায়ে একটি জামা ছিল। তার কোন পাজামা ছিল না। তার গায়ে থাকা ওড়না দিয়ে তাকে পেঁচিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তার যখন জ্ঞান ফিরে তখন সে ঘটনা জানায়। কি নির্মম ঘটনা। যেহেতু তিনি শাহবাগ থানা এলাকা হতে উদ্ধার হয়েছেন তাই বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।
এসএএ/