রাজধানীর তেজগাঁও থানার ইউটিএস ভবনের সামনে লেগুনার ধাক্কায় প্রাইভেটকারের গ্লাস ভাঙা নিয়ে তর্কাতর্কির জেরে মো সবুজ(৩৫) নামে এক লেগুনার চালককে মারপিটে হত্যার অভিযোগ উঠেছে প্রাইভেট কারে থাকা লোকজনের বিরুদ্ধে।
বুধবার(২ আগষ্ট)রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সবুজকে হাসপাতালে নিয়ে আসা লেগুনাচালক মিন্টু মিয়া বলেন, সবুজ আনন্দ লেগুনার চালক ছিলেন। রাতে কাওরান বাজার ইউটাএস ভবনের সামনের রাস্তায় লেগুনার সাথে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের গ্লাস ভেঙে যায়। এরপর প্রাইভেটকার থেকে ৪-৫ জন লোক নেমে সবুজকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রাইভেটকার নিয়ে তারা পালিয়ে যায়। এরপর আমরা সবুজকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা করেন।
তিনি আরো বলেন, সামান্য বিষয় নিয়ে একজন চালক এভাবে মেরে ফেলবে। আমরা সবুজ কে হত্যার বিচার চাই। সবুজের বাড়ি ঝালকাঠি জেলার নলসিটি থানা এলাকায়। তার বাবার নাম রতন আলী খান।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) মোঃ ইমরান হোসেন বলেন, রাতে লেগুনা চালক গ্যাস নিয়ে ফিরেছিলেন। এ সময় লেগুনার ধাক্কায় প্রাইভেটকার চালকের লুকিং গ্লাস ভেঙে যায়।এরপর লেগুনা চালকের সাথে তর্কাতর্কি হয়। পরে কিল খুশিতে আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আশপাশের লোক মুখে জানতে পারি এখানে দুই তিন মিনিটের মধ্যেই এই ঘটনাটি ঘটে।পরিবারের লোকজন থানায় এসেছে। এই ঘটনা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
এসএএ/