BD Prime News
ঢাকাTuesday , 1 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

যাত্রাবাড়ীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়ায় পুকুরে ডুবে মোঃ সিয়াম(১১) ও সাথিনুর(৯)নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১আগষ্ট) সকাল ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই  মুনসুর মিয়া জানান, শিশু সিয়ামের পিতা রাজমিস্ত্রির কাজ করেন। সিয়াম আনসারুল্লাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আজ সকালে মাদ্রাসা থেকে বাসায় এসে এলাকার অন্যান্য শিশুদের নিয়ে কোনাপাড়া বাড়ির সামনে শাহারিয়া স্টিল মিলের পাশে পুকুরে গোসল করতে নামে। এমন সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুর এসে আমাদেরকে সংবাদ দিলে আমরা দ্রুততাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর একটায় মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় সাথিনূর নামে আরো এক শিশু মারা গেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম। তিনি বলেন কোনাপাড়া একটি পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যজনকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ঢাকা মেডিকেল এবং মুগদা মেডিকেলে অফিসার পাঠিয়েছি।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d