BD Prime News
ঢাকাMonday , 26 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে যুবককে এলোপাথাড়ি কুপিয়েছে ছিনতাইকারীরা

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে সোহাগ (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে যখন করেছে সাগর ও মিরাজ নামে দুই ছিনতাইকারী।

সোমবার(২৬ জুন) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

গুরুতর আহত সোহাগ বলেন,আমার বড় বোন পারভীন আক্তার এর তরুণী টেইলার্স নামে একটি টেইলার্স আছে। আমি ওই টেইলার্সের কাটিং মাস্টার।আমি সাগর নামে এক ছেলের কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল কিনেছিলাম। কিন্তু আমি জানতাম না যে এটি চোরাই মোবাইল।পরে মোহাম্মদপুর থানা থেকে এস আই তারেক জাহান ও জুয়েল নামে দুই পুলিশ এসে আমার কাছে বললে আমি দুজনের নাম বলি এবং আমার কাছে থাকা মোবাইল ফোনটি দিয়ে দেই। তারা বলে ওই ছিনতাইকারীদের কোথায় পাওয়া যাবে। তখন আমি বলি আমি যদি তাদেরকে দেখিয়ে দেই তাহলে তারা খারাপ লোক আমার জীবনের উপরে হুমকি আসতে পারে। তারা আমাকে বলে কোন সমস্যা নাই তুমি দেখিয়ে দাও। এটা দুই দিন আগের ঘটনা। পরে আমি স্যারদের দুজনের নাম বলে দেই।আজ দুপুরে তারা গরু জবাই দিয়া দুটি ছুরি নিয়ে এসে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সাগর ও মিরাজ। পরে কুপিয়ে তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রাব্বি নামে এক যুবক বলেন, সাগর ও মিরাজ নামে দুইজন গরু জবাই দিয়া ছুরি নিয়ে তরুণী টেইলার্সের সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল। হঠাৎ টেইলার্সের ভিতরে ঢুকে সোহাগ ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে তারা চলে যায়। মিরাজের তাজমহল রোডে একটি কসমেটিক্সের দোকান আছে। তবে সাগর কি করে সেটা আমি বলতে পারিনা।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। দুদিন আগে এই সংক্রান্ত একটি মামলা হয়েছিল। আমরা সিসি ফুটেজ সংগ্রহ করে কারা কুপিয়েছে। সে বিষয়টি খতিয়ে দেখছি। আহত ওই যুবকের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।

তিনি আরো বলেন, আহত যুবক একটি চোরাই মোবাইল কিনেছিল। যার কাছ থেকে মোবাইলটি কিনেছিল তার সাথে পূর্ব কোন শত্রুতা এই ঘটনা ঘটে থাকতে। আমরা আরো যাচাই-বাছাই করে বিস্তারিত পরে জানা হবে।

এসএএ/

%d bloggers like this: