BD Prime News
ঢাকাSaturday , 24 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

রুপনগরে চুরির অপবাদে গৃহকর্মীকে নয়তলা থেকে ফেলে দিলেন গৃহকত্রী,আটক গৃহকর্ত্রী

Link Copied!

রাজধানীর রুপনগরের আরামবাগ এলাকায় গৃহকর্মী তামান্না আক্তারকে (১৮) টাকা চুরির অববাদ দিয়ে নয়তলা থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে গৃহকর্ত্রী মৌয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রী মৌকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রুপনগর থানা পুলিশ।

শুক্রবার (২৩ জুন) সকাল পৌনে ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে সে। তার অবস্থা আশংকা জনক বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

ওই বাড়ির কেয়ারটেকার সাইফুল জানান, রুপনগর আরামবাগের বি-ব্লকের ৪০ নম্বর বাসার ৯ তলায় থাকেন আক্তার ওরফের সোহেল এবং তার স্ত্রী মৌ।প্রায় ৪-৫ যাবত তামান্না কাজের মেয়ে হিসেবে ওই ফ্ল্যাটে থাকতো।সকালে আমি ঘুম থেকে উঠলেই উপর থেকে নিচে পড়ে যাওয়ার কিছু একটা শব্দ পাই। পরে আমি বাড়ির দরজা খুলে রাস্তায় বের হলে পাশের বাড়ি থেকে একজন আমাকে বলে তোদের বাসার উপর থেকেকে যেন নিচে পড়ে গেছে। পরে আমি বাড়ির বাম পাশে গিয়ে দেখি নবম তলার কাজের মেয়ে তামান্না আক্তার নিচে পড়ে আছে। এরপর আমি নবম তলার ফ্ল্যাটের মালিককে ইন্টারকমে খবর দেই। খবর শুনে নবম তলার ফ্লাটের মালিক সোহেল ওরফে আক্তার নিচে আসেন। এরপর তামান্নাকে দ্রুত উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় পরে আমি জানতে পারি নয় তলার ফ্ল্যাট মালিকের স্ত্রী মৌকে পুলিশ ধরে নিয়ে গেছে।

তিনি আরও জানান, তামান্নার গ্রামের বাড়ি ময়মনসিংহের কলমাকান্দায় । তার পিতার নাম নিজাম মিয়া।

গুরুতর আহত গৃহকর্মী তামান্না জানান, আমি যাদের বাসায় কাজ করি সেই মৌকে আমি আন্টি বলে ডাকি। কাজকর্মে একটু দেরি হলেই আমার মৌ আন্টি আমাকে প্রায় মারধর করত। কয়েকদিন আগে সে আমার উপরে অভিযোগ করে আমি নাকি তার ৫ হাজার টাকা চুরি করেছি। এই নিয়ে প্রায়ই তার সাথে আমি তর্ক করতাম। আর এই কারণেই তর্ক করতাম আমি গরীবের মেয়ে হতে পারি কিন্তু টাকা পয়সা চুরি করিনি। আমি কেন মিথ্যা অপবাদ সইবো, তাই আমি এই ঘটনার প্রতিবাদ করতাম। আজ সকালে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালে আমার আন্টি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর আমার কোন কিছুই মনে নেই। গুরুতর আহত অবস্থায় বেডে শুয়ে তামান্না তার মুখে লাগানো অক্সিজেন নিজ হাতে খুলে এই প্রতিবেদককে এই ঘটনার বিষয়টি খুলে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ জন্য গৃহকর্ত্রী বউকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে। আহত ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d