BD Prime News
ঢাকাTuesday , 20 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

মোহাম্মদপুরের ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আমির হোসেন ওরফে আব্দুল হামিদ (২৩) ও মো রবিন(২১) দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায়  ডাকাতের উদ্দেশ্যে প্রস্তুতির(মামলা নং-৯৫) একটি মামলা দায়ের করেছে।

সোমবার(১৯ জুন) দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক(এস আই) দেবলাল। তিনি বলেন, মোহাম্মদপুরের নবীনগর হাউসিং এর এক নাম্বার রোডে কতিপয় ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আব্দুল হামিদ ও রবিন নামে দুইজনকে আটক করা হয়। সাথে থাকা তিনজন পালিয়ে যায়। এ সময়ে তাদের কাছ থেকে ধারালো দুটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানা একটি ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রস। দুই ডাকাত গ্রেপ্তার।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত  আসামির বিরুদ্ধে আদাবর, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর থানায় ছিনতাই, মাদক ও ডাকাতির প্রস্তুতি একাধিক মামলা রয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত আরো আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ছানান তিনি।তারা মোহাম্মদপুর এলাকায় ধারালো অস্ত্র থেকে ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করতে বলে অভিযোগ রয়েছে।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d