BD Prime News
ঢাকাSunday , 11 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

খিলগাঁওয়ে স্বামীর সাথে কথা কাটাকাটি: অতঃপর স্ত্রীর আত্মহত্যা

Link Copied!

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকায় স্বামীর সাথে কথা কাটাকাটি করে আয়েশা সিদ্দিকা কথা(২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার(১১ জুন) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) সোনিয়া আক্তার। তিনি ঢাকা পোস্ট ক বলেন, খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় স্বামীরকে নিয়ে ভাড়া থাকেন আয়েশা সিদ্দিকা কথা। সকালে তার সাথে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তার স্বামী অফিসে চলে গেলে কথা বার বার তাকে ফোন দেয়। কিন্তু তার স্বামী ফোন রিসিভ করে না। পরে সে বাসায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে স্বামী বাসায় এসে আমাদের জানালে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ পাঠাই।

তিনি আরো বলেন, চার বছর আগে তাদের বিয়ে হয়। গোড়ান এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকে তারা। বর্তমানে জিজ্ঞাসাবাদ এর জন্য তার স্বামীকে আটক করে রাখা হয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান এলাকায়।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d