BD Prime News
ঢাকাWednesday , 7 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

ফতুল্লায় লোহার গেট মাথায় পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সরদার বাড়ি এলাকায় লোহার গেইট ভেঙ্গে পড়ে মোঃখাইরুল ইসলাম (৫০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (৭জুন) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আমিনুল ইসলাম জানান, আমার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। প্রতিদিনের মতো আজকেও আমার বাবা নারায়ণগঞ্জের ফতুল্লার সরদার বাড়ির এলাকায় একটি বাড়িতে কাজ করতে ছিলেন। এমন সময় একটি লোহার গেট ভেঙে তার শরীরের উপর পড়ে। এতে বাবা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। সংবাদ পেয়ে তাকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার বাবার নেই।

তিনি আরও বলেন,আমাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়।বর্তমানে আমরা ফতুল্লার সাইনবোর্ড বইঘর এলাকায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d