রাজধানীর কদমতলী থানার সাদ্দাম মার্কেট মক্কা চক্কর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ শফিকুল ইসলাম (৪০)নামে এক রাজমিস্ত্রি সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন নামে আরো একজন আহত হয়েছে।
বুধবার (৭ জুন) দুপুর ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সাগর জানান, আমরা সবাই রাজমিস্ত্রির কাজ করি। আজ সকালে সাদ্দাম মার্কেটের মক্কা চক্করের একটি পঞ্চম তলা বাড়ির তৃতীয় তলায় আস্তরের কাজ করতেছিলাম আমরা। বাহিরে মাচাং বেঁধে কাজ করার সময় একটি রড টান দিলে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে স্পর্শে শফিকুল ইসলাম ও সুজন স্পৃষ্ট হয়।
পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শফিকুলকে দুপুর সোয়া বারোটার দিকে মৃত ঘোষণা করেন। আহত সুজনের জরুরী বিভাগের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, নিহত শফিকুলের দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। বর্তমানে সে ওই বাড়িতেই থাকতো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/