BD Prime News
ঢাকাSunday , 30 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

যাত্রাবাড়ির পানির মধ্য থেকে নারীর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

Link Copied!

রাজধানী যাত্রাবাড়ী থানার কাজলারপাড় স্কুল গলির দিলে পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত(৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(৩০ এপ্রিল) সকাল পৌনে ১২ টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত )মোঃ আজহার। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ওই নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করি। তার পরিচয় সনাক্তের জন্য আমরা সিআইডির ফরেনসিক টিমকে ডেকেছিলাম। মরদেহ পচে যাওয়ায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আমরা ময়নতন্ত্রের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।

তিনি আরো বলেন, এটি হত্যা নাকি অন্য কোন ঘটনা সেটি বলতে পারছি না।তার শরীর পচে যাওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা সে বিষয়টি পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d