BD Prime News
ঢাকাFriday , 31 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে স্ত্রীকে ধর্ষকের হাতে তুলে দিলেন স্বামী, অতঃপর আটক

Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর উপস্থিতিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধু বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তার স্বামীকে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে আটক করেছে পুলিশ। 

এর আগে বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে স্বামীর উপস্থিতিতে ওই গৃহবধূকে এক ব্যক্তি ধর্ষণ করেন বলে অভিযোগ তার পরিবারের। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই গৃহবধূ বুধবার রাতে স্বামীর সঙ্গে পাশের ৮ নম্বর ওয়ার্ডে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু বাবার বাড়ি নিয়ে না গিয়ে তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যান তার স্বামী। 

ওই গৃহবধূর দাবি, প্রথমে তার স্বামী তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন। পরে গভীর রাতে জামাল নামে এক ব্যক্তি তার স্বামীর উপস্থিতিতে তাকে ধর্ষণ করেন। সকালে তাকে একটি অটোরিকশা যোগে বাবার বাড়ি পাঠিয়ে দেন। বাবার বাড়ি থেকে তার ভাই প্রথমে তাকে হাতীবান্ধা হাসপাতালে ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। 

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এসএএ/

%d bloggers like this: