BD Prime News
ঢাকাFriday , 17 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

Link Copied!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১০ টা ৫০ মিনিটে দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গ্রেফতারকৃতরা হলো- মো. মামুন ও মো. রহিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস. এম হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে চোর চক্র দক্ষিণ বেগুনবাড়ি এলাকার আজমীর হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে চোরাই মোটর সাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে মামুন ও রহিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ৩টি চোরাই মোটর সাইকেল।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় কৌশলে মটরসাইকেলের মাস্টার চাবি দিয়ে ও লক ভেঙ্গে চুরি করে বিক্রি করে আসতেছে মর্মে স্বীকার করেছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু করা হয়েছে।

এসএএ/

%d bloggers like this: