ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে চ্যালেঞ্জিং স্কোর গড়ার আভাস দিয়েছিলেন লিটন দাস ও রনি তালকুদার।
৪৫ বলে ৫৫ রানের জুটি গড়ে রনি আ্উট হওয়ার পরও সেই স্বপ্ন টিকে ছিল। দ্বিতীয় উকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪৮ বল ৮৪ রানের জুটি গড়েন ওপেনার লিটন দাস।
তাদের এই জুটিতেই মনে হয়েছিল বড় স্কোর গড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু ৫৭ বলে ৭৩ রান করে দলীয় ১৩৯ রানে লিটন আউট হওয়ার পর রান সংগ্রহ স্লথ হয়ে যায়।
নাজমুল হোসেন শান্তর সঙ্গে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মার কাটিং ক্রিকেট খেলতে পারেননি সাকিব। তৃতীয় উইকেটে তারা ১৮ বলে মাত্র ১৯ রান করার সুযোগ পান। অথচ এই সময়েই প্রতি বলে একাধিক রান হওয়ার কথা ছিল। কিন্ত উইকেট হাতে থাকা সত্ত্বেও শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালাতে পারেননি সাকিব-শান্তরা। যে কারণে ২০ ওভারে ১৫৮ রানে ইনিংস শেষ হয়।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।