রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী লেগুনার ধাক্কায় প্রীতি রানী(৩৫)নামের এক নারী নিহত হয়েছে।
শনিবার(১১ মার্চ)দুপুর একটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
প্রীতি রানীকে নিয়ে আসা রতন বিডি প্রাইম নিউজ ডটকমকে জানান ,যাত্রাবাড়ির কাজলা এলাকায় রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি লেগুনা তাকে ধাক্কা দেয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের বাসা যাত্রাবাড়ী থানার কাজলার ভাঙ্গা প্রেস এলাকায়। এই ঘটনায়ঘাতক লেগুনাটি আটক করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিডি প্রাইম নিউজ ডটকমকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/