BD Prime News
ঢাকাFriday , 10 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

রমনায় ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-৩

Link Copied!

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৪ হাজার ইয়াবা ও মোটরসাইকেলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ দবির হোসেন, মোঃ আব্দুর শুকুর ও মোঃ রাকিব। এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ ) গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানার সিদ্ধেশ্বরী রোডে প্যাসিফিক জামাল ভ্যালি নামক ভবনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রমনা থানার সিদ্ধেশ্বরী রোডে প্যাসিফিক জামাল ভ্যালি নামক ভবনের সামনে মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দবির, শুকুর ও রাকিবকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত গোপনে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকা, গাজীপুর, মাদারীপুর জেলাসহ আশপাশের এলাকায় বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d