রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুসা(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার(৮ মার্চ) রাত ১০ টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বিডি প্রাইম নিউজ ডটকম কে বলেন,গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুসা মেল এইচডিইউতে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ এবং ইনহালেশন বার্ন হয়েছিল।
তিনি আরো বলেন, গতকাল দগ্ধ অবস্থায় আমাদের এখানে ১১ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে দুইজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় বাকি ৯ জন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এদের মধ্যে আর চিকিৎসাধীন অবস্থায় মুসা মারা গেলেন।নিহত মুসার বাড়ি গজারিয়া মুন্সিগঞ্জ এলাকায়।
এসএএ/