রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়( বিএসএমএমইউ) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা.শারফুদ্দিন আহমেদ।
বুধবার(৮ মার্চ) সাড়ে ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহত রোগী ও তাদের স্বজদের সাথে কথা বলেন।
পরে উপাচার্য অধ্যাপক ডা.শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন,সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। শুধু এ ঘটনা নয়, দেশের যে কোন দুর্যোগ, দুর্ঘটনায় আহত মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে জানান তিনি।
এসএএ/