রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল মরদেহগুলো উদ্ধার করে।
এর মধ্যে একজনের নাম মোমিন উদ্দিন সুমন (৪৪), আরেকজনের নাম রবিন হোসেন শান্ত (২০)।
বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে পাঠায়।
নিহত মোমিন উদ্দিন সুমনের মরদেহ সনাক্ত করেন তার মামাতো ভাই মো রাসেল।তিনি জানান,নিহত মোমিন উদ্দিন সুমন আনিকা এন্টারপ্রাইজের মালিক ছিলেন। তার বাড়ি বংশাল থানার ২৫ মালিটোলা লেন এলাকায়।
নিহত রবিন হোসেনের শান্তর মরদেহ সনাক্ত করেন তার বড় ভাই শাহাদাত হোসেন। তিনি জানান, তার ভাই মোমিন উদ্দিন সুমনের আনিকা এন্টারপ্রাইজের কর্মচারী ছিলেন। বর্তমানে আমরা বাসা জুরাইন কদমতলী থানায় এলাকায় থাকি। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার গোঁসাইরহাট থানার নগরপুর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় মৃত অবস্থায় আরো দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বিকালে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়। আজ বিকালে আরো দুইজনের মধ্যে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই নিয়ে মৃতের মিতের সংখ্যা বেড়ে ২০ জন দাড়িয়েছে। উল্লেখ্য গতকাল বিকালে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়। আজ বিকালে আরো দুইজনের মধ্যে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাড়িয়েছে।
এসএএ/