বাংলাদেশ পুলিশ হকি চ্যাম্পিয়নশিপ-২০২২-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এপিবিএনকে ২-১ গোলে পরাজিত করে ডিএমপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ নিয়ে টানা ১৭ বার ও সর্বাধিক ২২ বার চ্যাম্পিয়ন হলো ডিএমপি।
সোমবার (৬ মার্চ ২০২৩ খ্রি.) বিকেলে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ হকি চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
ডিএমপির হকি টিমের অধিনায়ক ১ নম্বর জার্সিধারী কাঞ্চন টসে জিতে খেলা শুরু করেন। প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে এপিবিএন একটি গোল করে। চরম উত্তেজনাপূর্ণ খেলা চলতে থাকে। এভাবেই ১-০ গোলে শেষ হয় দ্বিতীয়ার্ধের খেলা।
তৃতীয়ার্ধে গোলটি শোধ করেন ডিএমপির ১১ নম্বর জার্সিধারী সোহেল। খেলার চতুর্থার্ধে গিয়ে কাঙ্খিত জয়সূচক গোল করে বিজয় মুকুট মাথায় তুলে নেন ডিএমপির ১১ নম্বর জার্সিধারী সোহেলই।
খেলা শেষে বিজিত ও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের সভাপতি অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, মোঃ আতিকুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
এসএএ/