BD Prime News
ঢাকাMonday , 6 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

সায়েন্সল্যাবে বিস্ফোরণ: সেই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা ডিএসসিসির

Link Copied!

সাইন্সল্যাবে বিস্ফোরণ ঘটা সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসির আঞ্চলিক কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া শিরিন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ইতোমধ্যে সেখানে ব্যানার টানানো হয়েছে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসির টেকনিক্যাল কমিটিকে এ সংক্রান্ত এক প্রতিবেদন পাঠিয়েছে আঞ্চলিক কমিটি। টেকনিক্যাল কমিটি এ ভবন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ঝুঁকিপূর্ণ ঘোষণার বিষয়ে করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, বিস্ফোরণে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য ঘটনাস্থল পরিদর্শন করে আঞ্চলিক কমিটি ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ভবনের ব্যানার সাঁটিয়ে দেয়। বিষয়টি ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত টেকনিক্যাল কমিটিকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তদন্ত কার্যক্রম ও আলামত সংগ্রহ করছে পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থা। আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শেষে ভবনটি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে টেকনিক্যাল কমিটি।

এসএএ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d