রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকার একটি বাসা থেকে মোঃ ইমন(১৯)নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
সোমবার(০৬ মার্চ) দুপুর আড়াইটার টার দিকে এই ঘটনা ঘটে।পরে মরদেহ উদ্ধার করে সন্ধ্যা সাতটায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোঃ মোস্তাফিজুর রহমান বিডি প্রাইম নিউজ ডটকম কে, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি বাসা থেকে দুপুর দুইটার দিকে যাই। সেখান থেকে ইমন নামের ওই যুবকের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।পরে সুরতহাল প্রতিবেদন সন্ধ্যায় শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,নিহত যুবকের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার শান্তিপুর গ্রামে। সে ওই এলাকার আব্দুল ছাত্তারের এর সন্তান।বর্তমানে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকতো। প্রাথমিকভাবে সে কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেই বিষয়টি এখনো জানতে পারিনি।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ