রাজধানীর মালিবাগের গুলবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় মোঃ শাহাবুদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৪মার্চ) রাত ১০ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে জরুরি নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহাবুদ্দিন নামে ওই হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ তাওহিদ বলেন, ওই ব্যক্তি মোবাইলে কথা বলতে বলতে রেলগেট দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন,বর্তমানে উত্তরা ১৪ নং সেক্টরে তিনি থাকতেন।তার বাড়ী নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকায়।সে ওই এলাকার আব্দুল গনির ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি কমলাপুর রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
এসএএ