রাজধানীর শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের মসজিদের পাশ থেকে মোঃ হান্নান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে অসচেতন অবস্থাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিডি প্রাইম নিউজ ডটকমকে জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।
তিনি আরো বলেন,মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তার বাড়ী পাবনার আতাইকুলা থানার বর্ষবাড়ি গ্রামে।সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে ছিল।
এসএএ