BD Prime News
ঢাকাFriday , 3 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দারুস সালামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

Link Copied!

রাজধানীর মিরপুর দারুস সালামে মাদক সেবনে বাধা দেওয়ায় মাদক সেবীদের ধারালো অস্ত্রের আঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে।আহতরা হলেন-আরাফাত ইসমাইল আলিফ (১৮), আব্দুর রহমান রায়হান (১৮) ও হেমন্ত (১৮)।

শুক্রবার(৩ মার্চ) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা আশিক বিডি প্রাইম নিউজ ডটকমকে জানান, আজ রাত ৮ টার দিকে মিরপুর দারুস সালাম এলাকার খালেক পাম্প মসজিদের পিছনে প্রায়ই মাদক সেবীরা আড্ডা দিত। আমাদের এলাকার ছোট ভাইরা এর প্রতিবাদ করলে আজ এই ঘটনা ঘটে। পরে আমরা সংবাদ পেয়ে প্রথমে তাদেরকে কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত ও চিকিৎসক।

তিনি আরো বলেন,গুরুতর আহত আলিফ শেরে বাংলা নগর কৃষি কলেজের শিক্ষার্থী।আহত আব্দুর রহমান রায়হান মিরপুর বাংলা কলেজের অনার্সের প্রথম শিক্ষার্থী এবং হেমন্ত মিরপুর পলিটেকনিক কলেজের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিডি প্রাইম নিউজ ডটকমকে বলেন, মিরপুরে দারুস সালাম এলাকা হতে মাদক সেবীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত তিন শিক্ষার্থীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এসএএ

%d bloggers like this: