টেকনাফ ও মুন্সিগঞ্জে দুটি ভিন্ন অভিযানে ১১৯৮ ক্যান বিয়ার ও ১৯২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (০৩ মার্চ ২০২৩) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন হোচকার খাল প্যারাবন এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হবে।এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ০৩ মার্চ আনুমানিক ভোর চারটায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন হোচকার খাল প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায় । ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ থামার সংকেত দেয় ৷ সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ টি সাদা রংয়ের বস্তা হতে ১১৯৮ ক্যান বিয়ার জব্দ করে।

অপর দিকে অন্য আরেকটি অভিযানে শুক্রবার ভোর ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মাওয়া কর্তৃক মুন্সীগঞ্জ উত্তর থানাধীন, লৌহজং উপজেলার পদ্মা ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রাম গামী ১ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ১৯২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসএএ